রুমা পাল, ঝিলম করঞ্জাই ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)-সহ ISF-এর বাকি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বুধবার পথে নামার কথা ছিল নাগরিক মঞ্চের। তাদের সমর্থন জানিয়ে পথে নামবে নৌশাদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরও। যদিও নৌশাদদের গ্রেফতারির প্রতিবাদে কাল আইএসএফের মিছিলে 'না' পুলিশের (Police) । 


মিছিলে 'না'


নিরাপত্তার কারণ দেখিয়ে অনুমতি দিল না পুলিশ (Police)। অনুমতি না মিললেও নৌশাদদের গ্রেফতারির প্রতিবাদে কাল মেগা ‍র‍্যালির ডাক আইএসএফের (ISF)। ধর্মতলায় পুলিশি নির্যাতনের অভিযোগে জেলায় জেলায় বাম-আইএসএফের মিছিলও হয়। ডায়মন্ড হারবার, দেগঙ্গায় আইএসএফের সঙ্গে পথে নামে বামেরাও। এর মাঝেই লালবাজারে পুলিশ হেফাজতে থাকা ধৃত বিধায়কের সঙ্গে দেখা করতে গিয়ে, ফের রাজ্য সরকারকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন ফুরফুরা শরিফের পিরজাদাদের একাংশ। পাশাপাশি রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তাঁরা।


রাজ্য অবরোধ! হুঁশিয়ারি


ফুরফুরা শরিফের পিরজাদা নাজমুস শাহদত সিদ্দিকি বলেছেন, 'কোটি কোটি মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। আমরা এখনও শান্তি বজায় রাখতে বলেছি। শুধু আমরা একবার বলব, ঘণ্টায় ঘণ্টায় রাস্তাঘাট অবরোধ করে দেব।' অপর পিরজাদা কাশেম সিদ্দিকি বলেছেন, 'নৌশাদকে যখন গ্রেফতার করেছে, ফুরফুরা শরিফের পিরজাদারা এত সহজে ছাড়বে না।' পাশাপাশি তাঁর সংযোজন, 'একটা বিধায়ককে ধরেছে, আগে অনেক আন্দোলন হয়েছে, এইভাবে কোনও বিধায়ককে গ্রেফতার করা হয়নি। পুলিশ বিনা ইউনিফর্মে, আরাবুলের কিছু টিম, বিনা ইউনিফর্মে ধর্মতলার বুকে লাঠি চালিয়েছে এবং তাদেরকে মারধর করেছে। আমাদের কাছে মেসেজ এসেছে, ১৮ জনকে ও নৌশাদকে এমএলএ-কে রাত দেড়টা-দুটোর সময় মারধর করা হয়েছে।'


উত্তপ্ত ভাঙড়


শনিবার দলের প্রতিষ্ঠা দিবসে, ভাঙড়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ISF। যার আঁচ এসে পড়েছিল কলকাতার ধর্মতলায় (Esplanade)। ISF-এর অবরোধ তুলতে গিয়ে লাঠি চালানোর পাশাপাশি কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। অগ্নিগর্ভ হয়ে ওঠে শহরের প্রাণকেন্দ্র। ওই ঘটনায় বিধায়ক নৌশাদ-সহ এখনও পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন ISF বিধায়কের সঙ্গে দেখা করতে লালবাজারে গিয়েছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। যদিও নৌশাদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি তিনি।


২১-এর বিধানসভা ভোটে জিতে বিজেপি-তৃণমূল ছাড়া, একমাত্র বিধায়ক রয়েছে ISF-এর। কিন্তু তাঁকেও পুলিশ গ্রেফতার করায়, শাসকদলকে নিশানা করেছে বিজেপিও। পাল্টা ISF, CPM, BJP-কে একযোগে আক্রমণ তৃণমূলের।


আরও পড়ুন- আইএসএফ সংঘর্ষের ঘটনায় আরও ২ আইএসএফ কর্মী গ্রেফতার