নদিয়া: লোকসভা নির্বাচনের মুখে খুন তৃণমূল বিধায়ক! সরস্বতী পুজোর অনুষ্ঠানে নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুন! আজ সন্ধেয় মাজদিয়ায় সরস্বতী পুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিধায়ক মঞ্চ থেকে নামতেই, ভিড়ের মধ্যে থেকে তাঁকে গুলি করে আততায়ীরা! হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
বিধায়ক হত্যাকাণ্ডের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের নদিয়া জেলার পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলও দুষেছেন বিজেপিকে। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয়। খুনের রাজনীতি আমদানি করেছে তৃণমূলই।
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুন
Web Desk, ABP Ananda
Updated at:
09 Feb 2019 11:04 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -