চেন্নাই: ‘দুনিয়ার সবচেয়ে বড়’ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুস্মান ভারত’-এর সূচনা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নোবেল পুরস্কারের জন্য তিনি মনোনীত করেছেন বলে জানালেন তামিলনাড়ু বিজেপির সভাপতি তামিলিসাই সৌন্দরারাজন। তাঁর দপ্তর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তাঁর স্বামী প্রফেসর ডাঃ পি সৌন্দরারাজনও নোবেলের জন্য মোদীকে মনোনীত করেছেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান।
বিজেপির বিবৃতিতে বলা হয়েছে, গত রবিবার ‘দূরদর্শী’ প্রধানমন্ত্রী যে ‘মোড় ঘোরানো উদ্যোগে’র সূচনা করেছেন, তা কোটি কোটি মানুষ, বিশেষত সমাজের বিপন্ন, নীচের তলার মানুষের জীবন বদলে দেবে। ২০১৯-এর ৩১ জানুয়ারি এবারের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পাঠানোর শেষদিন। প্রতি বছর মনোনয়ন প্রক্রিয়া শুরু হয় সেপ্টেম্বর। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, সাংসদরাও আমাদের প্রধানমন্ত্রীকে মনোনীত করতে পারেন।
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুস্মান ভারতের সূচনা করে মোদী তাকে ‘গরিবের সেবায় আমূল বদল আনার উদ্যোগ’ আখ্যা দেন। তিনি দাবি করেন, এটাই সারা পৃথিবীতে সবচেয়ে বড় সরকার অনুমোদিত স্বাস্থ্য সুরক্ষা স্কিম, এর সুবিধাপ্রাপকের সংখ্যা হবে কানাডা, মেক্সিকো, আমেরিকার মোট জনসংখ্যার সমান।
‘দুনিয়ার সবচেয়ে বড়’ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সূচনা করায় মোদীর নাম নোবেলের জন্য ‘মনোনীত’ করেছেন তামিলনাড়ু বিজেপির সভাপতি
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2018 08:52 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -