অযোধ্যা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে আজ রাম মন্দিরের ভূমিপুজোয় যোগ দেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, ‘সবার কল্যাণ করা ভারতের নির্মাণের সূচনা হল আজ। এটা আমাদের কাছে আনন্দের বিষয়। আমাদের মধ্যে যাঁরা আজ আছেন, তাঁরা মন থেকে এবং যাঁরা নেই, তাঁরা সূক্ষভাবে এখানে আছেন। করোনা-আবহে আমরা সারা বিশ্বকে পথ দেখাতে পারি। রামের পরাক্রম আমাদের মধ্যে এখনও আছে। সবার মধ্যেই রাম আছেন। এখানে মন্দির তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের সবার মনের অযোধ্যা সাজাতে হবে। সবার উন্নতি করা, সবাইকে আপন ভাবা ধর্ম পালন করতে হবে। মন্দির তৈরি হওয়ার আগেই আমাদের মনকে তৈরি করতে হবে। আমাদের হৃদয়ে রাম যাতে থাকতে পারেন, তার জন্য দ্বেষ-মুক্ত হতে হবে। হৃদয় থেকে ভেদাভেদ দূর করে শুধু দেশবাসীর কথা ভাবতে হবে। রাম মন্দিরের সঙ্গে অন্যান্য মন্দিরগুলির পার্থক্য আছে।’


রাম মন্দির আন্দোলনের কথা স্মরণ করে ভাগবত বলেন, ‘অসংখ্য মানুষের আত্মত্যাগ রয়েছে। তাঁরা আজ এখানে শারীরিকভাবে থাকতে পারেননি। কেউ কেউ এখানে আসতে পারেননি। (লালকৃষ্ণ) আডবাণীজি নিশ্চয়ই বাড়িতে বসে এই অনুষ্ঠান দেখছেন। অনেকেরই আজ এখানে থাকা উচিত ছিল, কিন্তু করোনা পরিস্থিতির জন্য তাঁদের আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি।’

আরএসএস প্রধান আরও বলেন, ‘সারা দেশে আজ আনন্দের ধারা বইছে। দীর্ঘদিনের আশা পূরণ হওয়ার আনন্দ হচ্ছে। সবচেয়ে বড় আনন্দের বিষয় হল, আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য যে আত্মবিশ্বাস প্রয়োজন ছিল, আজ তার শুভসূচনা হল। আমাদের দেশ বসুধৈব কুটুম্বকম নীতিতে বিশ্বাস করে। দেশবাসীর এই প্রকৃতি সব সমস্যার সমাধান করতে পারে। আমরা সবাইকে নিয়ে চলায় বিশ্বাসী। আজ নতুন ভারতের সূচনা হল।’