নাগপুর: অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে দেওয়া প্রতিশ্রুতি পালন না করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের উদ্দেশ্যে তোপ দাগলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন নেতা প্রবীণ তোগাড়িয়া।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গতমাসে ভাগবতের করা একটি মন্তব্যের তীব্র সমালোচনা করেন তোগাড়িয়া। আরএসএস-এর একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ভাগবত বলেছিলেন, হিন্দু রাষ্ট্রের অর্থ এই নয় যে সেখানে মুসলিমদের কোনও স্থান নেই। কারণ, এই কথা যেদিন বলা সেদিন হিন্দুত্ব বলে কিছু অবশিষ্ট থাকবে না।
ভাগবতের এই মন্তব্যের সমালোচনা করতে গিয়ে এদিন তোগাড়িয়া বলেন, আমি একটা প্রশ্নই করতে চাই। তা হল-- গো-হত্যাকারী, লাভ জেহাদি, পাথর-বর্ষণকারী, এবং কাশ্মীরে পাকিস্তানের পতাকা উত্তোলনকারীদের ছাড়া কি হিন্দুত্ব হয় না। তোগাড়িয়া আরও বলেন, আমরা ৫২ বছর আগে হিন্দু সংগঠন ভেবে আরএসএস-এ যোগ দিয়েছিলাম। কিন্তু, এখন মনে হচ্ছে, ওরা শুধু মুসলিম তোষণ করতেই ব্যস্ত। তাঁর অভিযোগ, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে আর ইচ্ছুক নয় তারা।
ভাগবতের পাশাপাশি, প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেন তোগাড়িয়া। তাঁর দাবি, রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি ভুলে গিয়ে মুসলিম তোষণ করছেন মোদী। বলেন, তফশিলী জাতি/উপজাতি আইন নিয়ে মোদী বলছেন আদালত নয়, সংসদ বিষয়টি স্থির করবে। অন্যদিকে, রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে উল্টো পথে হেঁটে বলছেন, সংসদ নয় আদালত বিষয়টির মীমাংসা করবে।