লখনউ: আর বছরের তিনেকের মধ্যেই দেশ থেকে মাওবাদী সমস্যার ইতি ঘটবে। এমনটাই জানালেন রাজনাথ সিংহ। এদিন লখনউতে সিআরপিএফ শিবিরে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ)-এর ২৬ তম বার্ষিকী উদযাপন করার অনুষ্ঠান যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটা সময়ে দেশে মাওবাদী-অধ্যুষিত জেলার সংখ্যা ১২৬ ছিল। সেই সংখ্যা কমে বর্তমানে ১০-১২ দাঁড়িয়েছে। রাজনাথ যোগ করেন, সেই দিন আর দূরে নেই। সম্ভবত, ২-৩ বছরের মধ্যেই দেশ থেকে মাওবাদী সমস্যা নির্মূল হবে। আর এটা হবে আপনাদের সঙ্কল্প, সাহস ও কঠোর পরিশ্রমের জন্য। তিনি বলেন, মাওবাদী অঞ্চলে আপনারা যে পরিমাণ কঠোর পরিশ্রম করেছেন, তার জন্য আপনাদের অভিনন্দন। প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহত্তম সিআরপিএফ-এর একটি অঙ্গ হল র‌্যাফ। রাজনাথ জানান, এবছর ১৩১ জন মাওবাদীকে মেরেছে সিআরপিএফ। পাশাপাশি, ১,২৭৮ জনকে গ্রেফতার করেছে এবং ৫৮ জনকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে।