নাগপুর: লাল ফিতের ফাঁস নিয়ে সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। তিনি বলেছেন, সমস্যা না মেটালে মানুষকে আইন হাতে তুলে নিতে বলবেন।
নাগপুরে আরএসএস প্রভাবিত একটি বাণিজ্য সংগঠনের অনুষ্ঠানে গডকরি বলেন, ‘এত লাল ফিতের ফাঁস কেন? ইন্সপেক্টররা কেন আসেন? তাঁরা কেন ‘হপ্তা’ নেন? আমি তাঁদের মুখের উপর বলছি, আপনারা সরকারি চাকর। আমি মানুষের দ্বারা নির্বাচিত হয়েছি। আমি মানুষের কাছে জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ। যদি আপনারা চুরি করেন, তাহলে আমি বলব, আপনারা চোর।’
গডকরি আরও বলেন, ‘আজ আমি আরটিও অফিসে বৈঠকে করেছি। সেই বৈঠকে ছিলেন ডিরেক্টর ও ট্রান্সপোর্ট কমিশনার। আমি তাঁদের বলেছি, আট দিনের মধ্যে এই সমস্যা মেটান। না হলে মানুষকে বলব, আইন হাতে তুলে নিয়ে তাঁদের মারধর করুন। আমার শিক্ষকরা শিখিয়েছেন, যে ব্যবস্থায় কাজ হয় না, সেটি উপড়ে ফেলে দিতে হবে।’
লাল ফিতের সমস্যা না মেটালে মানুষকে বলব আইন হাতে তুলে নিন, সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি গডকরির
Web Desk, ABP Ananda
Updated at:
17 Aug 2019 11:08 PM (IST)
নাগপুরে আরএসএস প্রভাবিত একটি বাণিজ্য সংগঠনের অনুষ্ঠানে গডকরি বলেন, এত লাল ফিতের ফাঁস কেন? ইন্সপেক্টররা কেন আসেন? তাঁরা কেন ‘হপ্তা’ নেন?
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -