নাগপুর: ৩৭০ ধারা সন্ত্রাসবাদীদের বাঁচানোর ঢাল হয়ে উঠেছিল। জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া এই ধারা বাতিলের পক্ষে এমনই সওয়াল করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এখানে শনিবার এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দেশ, জম্মু ও কাশ্মীরের মানুষের স্বার্থেই সরকার ৩৭০ ধারা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বুঝতে হবে, এটা সাময়িক বিধি ছিল, দেশের ভালোর স্বার্থেই বাদ গেল। আমরা সবসময়ই দেশ ও জম্মু ও কাশ্মীরের সুরক্ষার কথা ভেবে প্রয়াস করেছি। জম্মু ও কাশ্মীরের অগ্রগতি চাই আমরা।
কেন্দ্রের সরকার গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পাশাপাশি গোটা রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। ওই রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি হয়। রবিশঙ্কর বলেন, সংবিধানের ৩৭০ ধারা সন্ত্রাসবাদী ও তাদের পৃষ্ঠপোষকদের বাঁচানোর ঢাল হয়ে উঠেছিল, আমরা তার অবসান ঘটিয়েছি। এটা কাশ্মীরের মঙ্গলের জন্যই। তিনি আরও বলেন, দুর্নীতি রোধ আইন, শিশুবিবাহ রোধ আইন, মলমূত্র মাথায় করে বহন বন্ধ আইন, কিছুই সেখানে প্রয়োগ করা যেত না। এ কেমন কাশ্মীর?
সেখানে রাজ্য প্রশাসন পরিস্থিতি বিচার করে প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
ভারত পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বালাকোট ধাঁচের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে রবিশঙ্কর বলেন, ওরা কী বলছে, সে ব্যাপারে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু পাকিস্তান কিছু করলে কড়া জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত নিজের সুরক্ষা সম্পর্কে সচেতন এবং যে কোনও সন্ত্রাসবাদী হামলার যথাযথ জবাব দেওয়া হবে।