তিরুঅনন্তপুরম: ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশব্যাপী ধর্মঘটের দ্বিতীয় দিনও উত্তপ্ত হয়ে উঠল কেরল। দফায় দফায় অবরোধে ট্রেন ও যানবাহন চলাচল ব্যাহত হল। পাশাপাশি তিরুঅনন্তপুরমে স্টেট ব্যাঙ্কের ট্রেজারি শাখায় হামলা চালানোর অভিযোগ উঠল ধর্মঘটীদের বিরুদ্ধে। এক আধিকারিক জানিয়েছেন, সকাল ১০টা নাগাদ একদল লোক ম্যানেজারের ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং কর্মীদের হুমকি দেয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘আমরা ওই ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখব। ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি আমরা।’
ধর্মঘটীরা জানিয়েছিলেন, পর্যটনকে ছাড় দেওয়া হবে। কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয়নি। বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়তে হয় পর্যটকদের। রাজ্য সড়ক পরিবহণ নিগম পাম্বা পর্যন্ত বাসের ব্যবস্থা করলেও, আজ শবরীমালা মন্দিরে পুণ্যার্থীর সংখ্যা অন্যদিনের তুলনায় কম ছিল। কেরলের বিভিন্ন জায়গায় দোকান খোলা থাকলেও, অধিকাংশ রাস্তাতেই যানবাহনের দেখা মেলেনি। পাম্বা ছাড়া অন্য কোনও জায়গায় যাওয়ার সরকারি বাসও পাওয়া যায়নি। কোচিতে পর্যটকদের জন্য বাস ও গাড়ির ব্যবস্থা করেছিল পোর্ট ট্রাস্ট। কিন্তু অধিকাংশ পর্যটনস্থলই বন্ধ ছিল। ফলে হতাশ হতে হয় পর্যটকদের।
কেরলের পাশাপাশি কর্ণাটকেও ধর্মঘটের প্রভাব পড়ে। আজ রাজ্যজুড়ে বাস চলাচল ব্যাহত হয়। বিভিন্ন জায়গায় মিছিল করেন ধর্মঘটীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলও দাহ করা হয়। বেঙ্গালুরুতে ধর্মঘটীদের বিরুদ্ধে সরকারি বাসে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। অধিকাংশ স্কুল-কলেজ বন্ধ ছিল। ধর্মঘটীরা রেল অবরোধেরও চেষ্টা করে বলে জানিয়েছে পুলিশ। ধর্মঘটীরা ট্রেনে পাথরও ছোঁড়ে। তামিলনাড়ুতেও ট্রেন অবরোধ করে ধর্মঘটীরা। তেলঙ্গানায় কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হয়। তবে জনজীবনে ধর্মঘটের বিশেষ প্রভাব পড়েনি।
ধর্মঘটের দ্বিতীয় দিন কেরলে স্টেট ব্যাঙ্কের ট্রেজারি শাখায় হামলা, অবরোধে বিপর্যস্ত রেল, যান চলাচল
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jan 2019 08:54 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -