নয়াদিল্লি: অভিনব উপায়ে এবারের দীপাবলিতে পরিবেশবান্ধব আতসবাজির ব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদ জানালেন নয়াদিল্লির সদর বাজারের ব্যবসায়ীরা। তাঁরা করলা-উচ্ছে, ফুলকপি, ক্যাপসিকাম, ঢেঁড়শের মতো সবজির ভিতরে পুরনো আতসবাজি রেখে বিক্রি করলেন।
সদর নিষ্কর্ম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হরজিৎ সিংহ ছাবরা বলেছেন, ‘সুপ্রিম কোর্টের আগেই রায় দেওয়া উচিত ছিল। তাহলে ব্যবসায়ীরা পরিবেশবান্ধব আতসবাজি বিক্রির জন্য লাইসেন্স নেওয়ার সময় পেতেন।’
আতসবাজি ভরা সবজি দেখিয়ে এক ব্যবসায়ী বলেছেন, ‘এই সবুজ আতসবাজিগুলি লোকজন পরে খেতে পারবে।’ অন্য এক ব্যবসায়ী বলেছেন, ‘এই আতসবাজিগুলি যদি না ফাটে, তাহলে সেগুলি খাওয়া যেতে পারে।’ অপর এক ব্যবসায়ী বলেছেন, ‘আমাদের মধ্যে অনেকে জানেই না পরিবেশবান্ধব আতসবাজি কী। শেষমুহূর্তে সুপ্রিম কোর্টের রায়ের ফলে এবার আমাদের ব্যবসা মার খেয়েছে।’
সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদ, সবজির মধ্যে পুরনো আতসবাজি পুরে বিক্রি করলেন ব্যবসায়ীরা
Web Desk, ABP Ananda
Updated at:
07 Nov 2018 10:32 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -