শ্রীনগর: আল কায়দার অনুমোদন পাওয়া আনসার গাজওয়াত উল হিন্দের তথাকথিত পান্ডা জাকির মুসাকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। গতকাল কাশ্মীরের ত্রালে বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে সে। এরপরেই পূর্ব সাবধানতা হিসেবে কাশ্মীরের কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ইন্টারনেটও বন্ধ রাখা হয়েছে।
দক্ষিণ কাশ্মীরের ত্রালের দাদসারা গ্রামে গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ জঙ্গি খতম হয়। তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল কিন্তু তারা সে কথা শোনেনি, উল্টে গ্রেনেড ছুঁড়তে থাকে। এরপর গুলি ছোঁড়ে বাহিনী। যাতে তাঁরা অন্ধকারের সুযোগে পালাতে না পারে তা নিশ্চিত করতে আরও জওয়ান ঘটনাস্থলে আসেন। তখন মৃত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। পরে মুসার পরিবার জানায়, সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিল সেও।
এরপরই সোপিয়ান, পুলওয়ামা, অবন্তীপোরা ও শ্রীনগরের গ্রামের দিকে অশান্তি শুরু হয়। সাধারণ মানুষ রাস্তায় নেমে মুসার হয়ে স্লোগান দিতে থাকে। এরপরই পুলওয়ামা, অবন্তীপোরা, শ্রীনগর, অনন্তনাগ ও বুদগামের কিছু এলাকায় কড়াকড়ি জারি করে রাজ্য পুলিশ। তারা জানিয়েছে, শুক্রবারের নমাজের জমায়েতের কথা মাথায় রেখে এই বাড়তি সতর্কতা।
খতম জাকির মুসা, কাশ্মীরের বেশ কিছু এলাকায় কারফিউ, স্কুল, কলেজ বন্ধ
ABP Ananda, Web Desk
Updated at:
24 May 2019 11:27 AM (IST)
দক্ষিণ কাশ্মীরের ত্রালের দাদসারা গ্রামে গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ জঙ্গি খতম হয়। তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল কিন্তু তারা উল্টে গ্রেনেড ছুঁড়তে থাকে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -