হাতজোড়ের ইমোজি দিয়ে স্মৃতি লিখেছেন, ধন্যবাদ অমেঠি। উন্নয়নে ভরসা রাখা ও পদ্ম ফুটতে সাহায্য করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
উত্তর প্রদেশের অমেঠি ও রায়বরেলিকে বলা হয় কংগ্রেসের গড়। গতবার প্রবল নরেন্দ্র মোদী হাওয়াতেও রাহুল অমেঠি জিতেছিলেন এই স্মৃতিকেই হারিয়ে। কিন্তু তারপর থেকে টানা ৫ বছর এখানকার মাটি কামড়ে পড়ে থাকেন স্মৃতি। বারবার ফিরে এসেছেন, মাঠে ঘাটে ঘুরেছেন, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে পাইয়ে দিয়েছেন স্থানীয় মানুষকে। আর এবার রাহুলকেই হারিয়ে অমেঠি জিতে নিয়েছেন তিনি, কংগ্রেসের পক্ষে যা মারাত্মক আঘাত।
এমনিতে স্মৃতিকে নিয়ে একাধিকবার প্রবল বিতর্ক উঠেছে, সে তাঁর শিক্ষাগত যোগ্যতাই হোক বা মন্ত্রী হিসেবে সাফল্য। কিন্তু গাঁধী পরিবারের গড়েই তাদের প্রবল আঘাত হেনে সব বিতর্ক আপাতত বন্ধ করতে পেরেছেন তিনি।