শিলং: মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার বেআইনি কয়লাখনিতে আটকে পড়া ১৫ জন শ্রমিকের মধ্যে একজনের দেহ আজ উদ্ধার করা হল। এ মাসের ১৬ তারিখ দেহটি দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। এরপর থেকেই দেহটি খনির বাইরে নিয়ে আসার চেষ্টা শুরু হয়। অবশেষে আজ সেই কাজ সম্পন্ন হল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ বিকেল তিনটে নাগাদ দেহটি খনি থেকে বার করা সম্ভব হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি।
গত ১৩ ডিসেম্বর ৩৭০ ফুট গভীর ওই ইঁদুরের গর্তের মতো আকারের খনিতে আটকে পড়েন শ্রমিকরা। খনিটি জলে ভরে গিয়েছিল। ফলে উদ্ধারকার্যে সমস্যা হয়। প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে এসে উদ্ধারকার্য শুরু করতেই অনেকদিন কেটে যায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকার্যে যোগ দেয় নৌবাহিনীও। আন্ডারওয়াটার রিমোটলি অপারেটেড ভেহিকল নিয়ে শুরু হয় উদ্ধারকার্য। যান্ত্রিক চোখ ও হাত থাকা এই রোবট জলের নীচে ১৭০ গভীর অংশ থেকে দেহটি উদ্ধার করেছে। এখন বাকি শ্রমিকদের খোঁজ চলছে।
মেঘালয়ের খনি থেকে উদ্ধার এক শ্রমিকের দেহ
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jan 2019 07:43 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -