নয়াদিল্লি:  ইতালি ও দক্ষিণ কোরিয়া থেকে ভারতে আসতে গেলে সঙ্গে রাখতে হবে চিকিৎসকের থেকে প্রাপ্ত ‘করোনা-মুক্ত’ শংসাপত্র। বৃহস্পতিবার এই নতুন যাত্রা- সংক্রান্ত সংযোজিত নির্দেশিকা জারি করল কেন্দ্র। নতুন নিয়ম আগামী ১০ তারিখ থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই, এই তিন দেশের ভিসা ও ই-ভিসা বাতিল করেছে কেন্দ্র।


চিনে উৎস হওয়া করোনাভাইরাস বর্তমানে ভারত সহ বিশ্বের ৭৬টি দেশে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই, বিশ্বব্যাপী ৩২০০-র বেশি মানুষ এই মারণ ভাইরাসের বলি হয়েছেন। চিনের পরই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায়।


গতকাল ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জাকি করা হয়েছে। ৩ ফেব্রুয়ারির আগে ইস্যু হওয়া ভিসা বাতিল করা হয়েছে। পাশাপাশি, যে সকল বিদেশি সম্প্রতি চিন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া ও জাপানে গিয়েছিলেন, তাঁদের ভিসা বাতিল করা হয়েছে।