ত্রিপুরায় স্বাভাবিক সরকারি ছুটির তালিকা থেকে বাদ মে দিবস, সমালোচনায় সিপিএম
Web Desk, ABP Ananda | 05 Nov 2018 06:43 PM (IST)
আগরতলা: ত্রিপুরায় এবার স্বাভাবিক সরকারি ছুটির দিনের তালিকা থেকে বাদ দেওয়া হল মে দিবসকে। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী ১৯৭৮ সালে মে দিবসকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছিলেন। তবে এবার বিজেপি-আইএফপিটি সরকার আন্তর্জাতিক শ্রম দিবসকে আর স্বাভাবিক ছুটির দিন হিসেবে গণ্য করছে না। ত্রিপুরার আন্ডার-সেক্রেটারি এস কে দেববর্মা এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, সরকারি কর্মীরা এবার থেকে ১২টি ‘রেস্ট্রিকটেড’ ছুটির দিনের তালিকা থেকে মে দিবস সহ চার দিন ছুটি নিতে পারবেন। ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল সিপিএম। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সংগ্রামের মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকার আদায় করতে হয়েছিল। মে দিবসের তাৎপর্য এটাই। ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তের ফলে শ্রমজীবী মানুষের স্বার্থ বিঘ্নিত হবে।’ ত্রিপুরার প্রাক্তন শ্রমমন্ত্রী মানিক দে বলেছেন, ‘কর্মী ও শ্রমিকদের প্রতি বিজেপি-আইএফপিটি সরকারের দৃষ্টিভঙ্গি এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই প্রতিফলিত হয়েছে। শ্রমজীবী শ্রেণির মুক্তির দিন হিসেবে সারা বিশ্বে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত হয়। অন্য কোনও রাজ্যে সরকারি ছুটির দিনের তালিকা থেকে মে দিবসকে বাদ দেওয়া হয়েছে বলে আমি শুনিনি।’