আইজল ও গুয়াহাটি: মিজোরামে কংগ্রেসকে ধাক্কা দিয়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্য বিধানসভার স্পিকার হিফেই। সাতবারের কংগ্রেস বিধায়ক জানিয়েছেন, তিনি স্পিকার, বিধানসভা পদ ছাড়ার পাশাপাশি কংগ্রেস থেকেও ইস্তফা দিয়েছেন। ডেপুটি স্পিকার আর লালরিনাওমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি, যা গৃহীত হয়েছে। পরে কংগ্রেস ভবনেও তিনি যান দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত জানাতে।
এই নিয়ে সেপ্টেম্বর থেকে উত্তরপূর্ব ভারতের এই রাজ্যে ৪০ সদস্যের বিধানসভায় কংগ্রেসের ৫ বিধায়ক পদত্যাগ করলেন।
উত্তরপূর্বে মাত্র এই একটিমাত্র রাজ্যে ক্ষমতায় টিকে রয়েছে কংগ্রেস। রাজ্যে বিধানসভা নির্বাচনের বাকি মাত্র তিন সপ্তাহের বেশি কয়েকটা দিন। তার মুখেই কংগ্রেসকে চাপে ফেলে দিলেন হিফেই।
গুয়াহাটিতে উত্তরপূর্ব গণতান্ত্রিক জোটের (এনইডিও) আহ্বায়ক ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা আগেই জানিয়ে দেন, ৮১ বছরের হিফেই আইজলে তাঁর উপস্থিতিতেই বিজেপিতে যোগ দেবেন। তিনি বলেন, উনি খুবই সিনিয়র নেতা। ওনার বিজেপিতে যোগদানে আমাদের সংগঠনের বিরাট শক্তি বাড়বে। যদিও মিজেরামের আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেস ছেড়ে আসা প্রবীণ নেতাকে কোনও কেন্দ্রে প্রার্থী করা হবে কিনা, সেটা জানাননি তিনি।
প্রসঙ্গত, হিফেইকে কংগ্রেস আগে পলক বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেও পরে তিনি বিজেপিতে যেতে পারেন বলে খবর ছড়ানোয় গত সপ্তাহে তাঁকে সরিয়ে দলের সাধারণ সম্পাদক কে টি রোখওকে টিকিট দেয়। শেষ পর্যন্ত বিজেপিতেই গেলেন হিফেই।
২০১৩-য় পলক কেন্দ্র থেকেই বিধানসভায় নির্বাচিত হন তিনি। তার আগে ১৯৭২ থেকে ১৯৮৯ পর্যন্ত ৬ বার তিনি জয়ী হন তুইপাং কেন্দ্র থেকে।
ভোটের আগে কংগ্রেসকে ধাক্কা দিয়ে বিজেপিতে যোগ মিজোরাম বিধানসভার স্পিকারের
Web Desk, ABP Ananda
Updated at:
05 Nov 2018 03:32 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -