লখনউ: ট্রেনের চাকার পিষ্ট হয়ে মৃত্যু তিন গ্যাংম্যানের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সান্ডিলা ও উমরটালি স্টেশনের মাঝে। রেলের এক মুখপাত্র একথা জানিয়েছেন।


ওই মুখপাত্র জানিয়েছেন, এদিন ওই তিন গ্যাংম্যান রেল লাইনে কাজ করছিলেন। সেই সময়ই বেলা ১২ টা নাগাদ কলকাতা-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস তাঁদের ধাক্কা দেয়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ আধিকারিকরা। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, উত্তর রেলের মুখপাত্র দীপক কুমার।

উত্তর রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই তিন গ্যাংম্যান আগাম ব্লক ছাড়াই ট্র্যাকে ড্রিলিংয়ের কাজ করছিলেন।

ট্র্যাকে কোনওরকম মেরামতি বা রক্ষণাবেক্ষণের কাজের সময় সংশ্লিষ্ট জোনের কাছ থেকে আগাম ব্লক নিতে হয়।

আধিকারিকরা জানিয়েছেন, দুদিক থেকে আসা ট্রেনের সামনে যাতে কর্মীরা না পড়েন, তা নিশ্চিত করতেই আগাম ব্লক বা সময় নেওয়া হয়।

উল্লেখ্য, কিছুদিন আগেই দশেরার উত্সে রাবণের কুশপুতুল পোড়ানোর সময় ট্রেনের চাকায় পিষ্ট হয়ে নারী ও শিশুসহ ৬০ দর্শনার্থীর মৃত্যু হয়েছিল।