নয়াদিল্লি: ফ্লিট ফিচার বন্ধ করে দিচ্ছে ট্যুইটার। ৩ অগাস্ট থেকে আর পাওয়া যাবে না এই ফিচার। ফ্লিটে কথোপকথনে নতুন করে বেশি মানুষ যোগ দিচ্ছেন না। সেই কারণেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই ফিচার। এর বদলে নতুন কোনও ফিচার চালু করার কথা ভাবছে ট্যুইটার কর্তৃপক্ষ। 


ট্যুইটারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মানুষ যাতে সংক্ষিপ্তভাবে তাঁদের মনের ভাবনা প্রকাশ করতে পারেন, সেজন্যই ফ্লিট ফিচার চালু করা হয়েছিল। আমাদের মনে হয়েছিল, মানুষ আরও বেশি স্বস্তিবোধ করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যত বেশি মানুষ এই কথোপকথনে যোগ দেবেন বলে আশা করা হয়েছিল, তত বেশি মানুষ যোগ দেননি।’


ট্যুইটার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘আমরা বড় আকারে কিছু করতে চাইছি। মানুষ যাতে আরও বেশি করে কথোপকথনে যোগ দিতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য নতুন ফিচার চালু করার পরিকল্পনা রয়েছে। ফ্লিটসের মতো ফিচার আপডেট করা হবে কি না, সে বিষয়ে জল্পনা চলছে। তবে সেটা হবে না। ট্যুইটারের ফিচারগুলি উন্নত করার চেষ্টা চলছে।’ 


গত বছরের নভেম্বরে ফ্লিটস ফিচার চালু হয়েছে। ট্যুইটার ব্যবহারকারীরা ‘ফ্লিটিং থটস’ হিসেবে ছবি, ভিডিও বা কোনও লেখা পোস্ট করতে পারেন, যা ২৪ ঘণ্টা দেখা যায়। কিন্তু এবার এই ফিচারই বন্ধ হয়ে যাচ্ছে। 


ফ্লিটস বন্ধ হয়ে যাওয়ার খবর শুনে বেশিরভাগ ট্যুইটার ব্যবহারকারীই খুশি। একজন লিখেছেন, ‘এটা উচিত পদক্ষেপ। ট্যুইটার একটি ফিচার সরিয়ে নেওয়ার সাহস দেখাতে পারায় আমি খুশি। অনেক সফটঅ্যয়ার প্রোডাক্টসই পুরনো ফিচারের আবর্জনায় পরিণত হয়।’ 


অপর একজন লিখেছেন, ‘অনেক সময় আমরা যেভাবে ভাবি, জীবন সেভাবে চলে না। কিন্তু আমাদের কিছু করার থাকে না। তাই জীবন যেভাবে চলে, আমাদেরও সেভাবেই চলতে হয়।’


ফ্লিট বন্ধ হয়ে যাওয়ার পর এবার ট্যুইটার ব্যবহারকারীরা এডিট অপশন এবং নির্দিষ্ট বিষয় বেছে নেওয়ার সুবিধা চাইছেন।