নয়াদিল্লি: দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু। তবে বাড়ল দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৮০৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৪১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লক্ষ ৪৩ হাজার ৮৫০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৩৯ হাজার ১৩০। 


দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণের হার উদ্বেগ বাড়ালেও, পশ্চিমবঙ্গের ছবিটা স্বস্তির। গতকাল রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে ৫৫ হাজার ৫৭১টি করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৮৩১  জনের রেজাল্ট পজিটিভ আসায় এই মুহূর্তে পজিটিভিটি রেট ১.৫০ শতাংশ। রাজ্যে সুস্থতার হার এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ৯৭.৯৬ শতাংশে। একদিনে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতা, শুধুমাত্র এই তিন জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা পঞ্চাশের উপরে। তিন জেলায় একদিনে যথাক্রমে ৯৬, ৮৩ ও ৭৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। নদিয়ায় একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ৩ জনের, জেলাওয়াড়ি হিসেবে যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। উত্তর ২৪ পরগনা,  কলকাতা ও দার্জিলিংয়েও ২ জন করে মারা গিয়েছেন কোভিডে। পাশাপাশি উত্তর দিনাজপুর, বীরভূম, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে প্রয়াত হয়েছেন করোনার কারণে।


মহারাষ্ট্রে গতকালের তথ্য অনুযায়ী, নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৬০২ জন। এই নিয়ে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬১,৮১,২৪৭। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭০ জনের। এই নিয়ে মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১,২৬,৩৯০। 


কেরলে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৫,৬৩৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ১২৮ জনের। প্রায় একমাস ধরে রোজ কেরলে ১১ হাজার থেকে ১৩ হাজার জন করে করোনা আক্রান্ত হচ্ছেন।