চেন্নাই: রূপোলি পর্দার হিরো হবার সখ অনেকেরই থাকে। সেই সাধ পূরণের জন্য তামিলনাড়ুতে দুই ভাই যে কান্ডটা করল তা নিয়েই যথেষ্ট ভালো একটি কমেডি সিনেমা হয়ে যেতে পারে। তাদের বাবা-ই যাতে তাদের জন্য ছবি প্রযোজনা করে তাদের নায়ক হিসেবে পর্দায় আনতে পারে সে জন্য বাবার হাতে টাকা তুলে দিতে ছাগল চুরির রাস্তায় গেল তারা!
এই দুই আশ্চর্য ভাবনা যে দুই ভাইয়ের, তাদের নাম ভি নিরঞ্জন কুমার (৩০) এবং লেনিন কুমার (৩২)। তারা নিউ ওয়াশেরমেনপেট এলাকার বাসিন্দা। ছাগল চুরির কান্ডটা তারা চালিয়ে যাচ্ছিল বেশ কিছু দিন ধরে। শেষটায় তাদের পাকড়াও করল মাধবরাম থানার পুলিশ।
স্বাভাবিক ভাবেই সকলের মনে যে প্রশ্ন উঠতে পারে, তা হল ছাগল চুরি করে দুই ভাই যথেষ্ট টাকা বাবার হাতে তুলে দিতে পারল কি না, বা না দিয়ে থাকতে পারলে কতখানি যোগাড় করতে পেরেছিল। তাদের কর্মপদ্ধতি কেমন ছিল, সেটাও ইন্টারেস্টিং। জানা যাচ্ছে, তাদের পরিকল্পনা মন্দ ছিল না। মাঝেমধ্যেই তারা গ্রামীণ এলাকায় চলে যেত। ছেঙ্গালপেট, মাধবরাম, মিনজুর, পোন্নেরি-সহ বেশ কিছু অজ পাড়াগাঁ এলাকায় গিয়ে তারা লক্ষ্য রাখতো কোথায় মাঠের মধ্যে অরক্ষিত ছাগলের দল ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। বাধা নেই বুঝলেই তারা ছাগল তুলে নিয়ে চম্পট দিত গাড়িতে। গোটা দশেক ছাগল একদিনে গাড়িতে তুলে দিতে পারলেই তা বেচে চলে আসতো ৮ হাজার টাকার মতো। কিন্তু শেষ রক্ষা হল না। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে পুলিশ ছাগল চড়ার মাঠে বসিয়ে রেখেছিল সিসিটিভি ক্যামেরা। তাতেই ধরা পড়ে দুই ভাই।
সিনেমার হিরো হতে ছাগল চুরি! আজব কীর্তি দুই ভাইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Nov 2020 03:07 PM (IST)
রূপোলি পর্দার হিরো হবার সখ অনেকেরই থাকে। সেই সাধ পূরণের জন্য তামিলনাড়ুতে দুই ভাই যে কান্ডটা করল তা নিয়েই যথেষ্ট ভালো একটি কমেডি সিনেমা হয়ে যেতে পারে। তাদের বাবা-ই যাতে তাদের জন্য ছবি প্রযোজনা করে তাদের নায়ক হিসেবে পর্দায় আনতে পারে সে জন্য বাবার হাতে টাকা তুলে দিতে ছাগল চুরির রাস্তায় গেল তারা!
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -