রায়পুর: মাওবাদী হামলায় মৃত্যু হল ছত্তিসগঢ় আর্মড ফোর্সের (সিএএফ) দুই জওয়ানের। আজ এই ঘটনা ঘটেছে ছত্তিসগঢ়ের বস্তার জেলায়। অন্য একটি বিস্ফোরণে এক সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন।
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি জানিয়েছেন, ‘মারদুম থানা এলাকায় সড়ক নির্মাণের সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তার জন্য টহলদারিতে গিয়েছিল সিএএফ-এর একটি দল। আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ সেই দলটি যখন বোড়লি ও মালেওয়াহি গ্রামের মাঝামাঝি জায়গায় ছিল, তখনই হামলা চালায় মাওবাদীরা। এই হামলায় সিএএফ-এর দুই হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে। মারদুম অঞ্চলে আইইডি বিস্ফোরণে সামান্য আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ছত্তিসগঢ়ে মাওবাদী হামলায় হত ২ সিএএফ জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2020 07:01 PM (IST)
অন্য একটি বিস্ফোরণে এক সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -