নয়াদিল্লি: সততার নজির পুনের দুই রিক্সাচালকের। বহু লক্ষ টাকার সোনার গয়না ভরা ব্যাগ ফিরিয়ে দিলেন তাঁরা। পুনের রিক্সাস্ট্যান্ডে প্রত্যেকদিনের মতো গত রবিবারও যাত্রীর অপেক্ষায় ছিলেন অতুল টিলেকর ও ভারত ভোসালে নামে ওই দুই রিক্সাচালক। সেই সময় পার্কিং বুথের সামনে একটি ব্যাগ নজরে পড়ে তাঁদের। পুলিশ জানিয়েছে, ব্যাগ খুলে তাঁদের চোখ কপালে ওঠে। দেখতে পান, ব্যাগে রয়েছে সোনার গয়না। সঙ্গে সঙ্গে তাঁরা ব্যাগটি কর্তব্যরত রেল পুলিশ কর্মীরা হাতে তুলে দেন।
পুনে রেল পুলিশের সিনিয়র ইন্সপেক্টর এসআর গৌড় জানিয়েছেন, টিলেকর ও ভোসালে ব্যাগটি আমাদের হাতে তুলে দেন। এরপর ওই ব্যাগের মালিক থানায় অভিযোগ জানাতে এলে আমরা তাঁর হাতে ব্যাগটি তুলে দিই।
ভোসালে জানিয়েছেন, যাত্রীদের জন্য অপেক্ষা করার সময় ব্যাগটি দেখতে পাই। ব্যাগের মালিক আমাদের নগদ উপহার দিতে চেয়েছিলেন। আমরা তা নিইনি।
সাড়ে সাত লক্ষ টাকার গয়না কুড়িয়ে ফিরিয়ে দিলেন দুই রিক্সাচালক, ফেরালেন নগদ পুরস্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2020 04:08 PM (IST)
সততার নজির পুনের দুই রিক্সাচালকের। বহু লক্ষ টাকার সোনার গয়না ভরা ব্যাগ ফিরিয়ে দিলেন তাঁরা। পুনের রিক্সাস্ট্যান্ডে প্রত্যেকদিনের মতো গত রবিবারও যাত্রীর অপেক্ষায় ছিলেন অতুল টিলেকর ও ভারত ভোসালে নামে ওই দুই রিক্সাচালক।
প্রতীকী চিত্র
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -