দুবাই: সদ্যোজাত সন্তানের নাম রেখেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি। কিন্তু এখনও সন্তানের মুখ দেখা হয়নি। সন্তানকে দেখতে সংযুক্ত আরব আমিরশাহী থেকে উত্তরপ্রদেশের গোন্ডায় নিজেদের বাড়িতে আসার অপেক্ষায় মুস্তাক আহমেদ। তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘২৩ মে যখন আমার স্ত্রী ফোন করে ভাল খবর দেয়, তখন আমি জানতে চাই নরেন্দ্র মোদি ভোটে জিতেছেন কি না। এরপর আমি বলি, দেশে মোদি এসে গিয়েছেন, আমাদের ঘরেও মোদি এসেছে। আমি সন্তানকে দেখতে বাড়ি ফিরতে চাই। তবে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিমানের টিকিট সহ অন্যান্য খরচের জন্য অর্থ জোগাড় করতে হবে। তবে আমি নিশ্চিত, সুদিন আসছে। কারণ, দেশের একজন মোদি থাকলেও, আমার দু’জন মোদি আছে।’
মুস্তাকের স্ত্রী মৈনাজ বেগমই ছেলের নাম ‘নরেন্দ্র মোদি’ রাখার সিদ্ধান্ত নেন। পরিবারের সবারই এতে আপত্তি ছিল। মুস্তাকও শুরুতে বেঁকে বসেছিলেন। পরে অবশ্য তিনি স্ত্রীর সঙ্গে একমত হন। এরপর গোন্ডা জেলা প্রশাসনে স্মারকলিপি দিয়ে তিন তালাক বিরোধী আইন, গরিবদের বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ, শৌচাগার তৈরির জন্য অর্থসাহায্য সহ মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন মৈনাজ। ছেলের জন্ম হওয়ার পর তার নাম ‘নরেন্দ্র মোদি’ রাখেন তিনি।
পাঁচ বছর আগে সংযুক্ত আরব আমিরশাহীতে যান মুস্তাক। তাঁদের দুই মেয়ে আছে। এবার তৃতীয় সন্তান হল। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী গত পাঁচ বছরে দেশের জন্য যা করেছেন, তাতে আমরা মুগ্ধ। আশা করি আমার ছেলেও ভাল কাজ করে প্রধানমন্ত্রীর মতো সুনাম অর্জন করবে। লোকজন ওকে মোদি-মোদি বলে রাগাতে পারে। তবে বড় হলে ওকে কেউ কিছু বলার সাহস পাবে না। কারণ, ও নরেন্দ্র মোদি। আশা করি আমার ছোট্ট মোদিকে আশীর্বাদ করতে উত্তরপ্রদেশে আমাদের গ্রামে আসবেন প্রধানমন্ত্রী। সেটা আমাদের পরিবারের কাছে গর্বের বিষয় হবে।’
দেশে মোদি এসেছেন, আমাদের বাড়িতেও মোদি এসেছে, বললেন সদ্যোজাতর বাবা
Web Desk, ABP Ananda
Updated at:
27 May 2019 05:54 PM (IST)
মুস্তাকের স্ত্রী মৈনাজ বেগমই ছেলের নাম ‘নরেন্দ্র মোদি’ রাখার সিদ্ধান্ত নেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -