মুম্বই: সংসদের বর্ষাকালীন অধিবেশন বসার আগে ১৮ জন দলীয় লোকসভা সাংসদকে নিয়ে অযোধ্যা সফরে যাবেন উদ্ধব ঠাকরে। শিবসেনা সূত্রে দলের সভাপতির এই পরিকল্পনার কথা জানা গিয়েছে। লোকসভা ভোটের আগে গত নভেম্বরে তিনি অযোধ্যা গিয়েছিলেন, সেখানে বিতর্কিত এলাকায় রামমন্দির নির্মাণের দাবি তুলেছিলেন। সেসময় বিজেপি-শিবসেনা সম্পর্কে তীব্র অনিশ্চয়তা, টানাপড়েন চলছিল নানা ইস্যুতে। তবে সেই পর্ব কাটিয়ে ওঠে দুপক্ষ। পরে ফের লোকসভা ভোট মাথায় রেখে বিজেপির সঙ্গে হাত মেলায় শিবসেনা, যদিও একইসঙ্গে জানিয়ে দেয়, রামমন্দির তৈরি তাদের কাছে আগের মতোই গুরুত্বপূর্ণ ইস্যু।
উদ্ধবের প্রস্তাবিত অযোধ্যা যাত্রার ব্যাপারে তাঁর ঘনিষ্ঠ সহযোগী হর্ষল প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উনি অযোধ্যা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এটা ঠিক। ১৭ জুন সংসদের অধিবেশনের সূচনার আগে অযোধ্যা সফরের পরিকল্পনা রয়েছে ওনার। শীঘ্রই সফরের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করে বিস্তারিত বলবেন, দলের অবস্থান জানাবেন উদ্ধবজী।
সংসদের অধিবেশন বসার আগে ১৮ শিবসেনা এমপিকে নিয়ে অযোধ্যা সফরে যাচ্ছেন উদ্ধব
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jun 2019 08:26 PM (IST)
লোকসভা ভোটের আগে গত নভেম্বরে তিনি অযোধ্যা গিয়েছিলেন, সেখানে বিতর্কিত এলাকায় রামমন্দির নির্মাণের দাবি তুলেছিলেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -