ভারতে জেলের অবস্থা খারাপ বলে দাবি করে মাল্যের তরফে প্রত্যর্পণের আবেদনের বিরোধিতা করা হয়। কিন্তু বিচারক জানান, মুম্বইয়ের আর্থার রোড জেলের যে ১২ নম্বর ব্যারাকে রাখা হবে, তার ভিডিও থেকে জেলের আসল চিত্র ফুটে উঠেছে, সম্প্রতি তা সাজিয়েগুছিয়ে তোলা হয়েছে। উনি সেখানে ডায়াবেটিস, করোনারির অসুখের চিকিত্সার সুবিধা পাবেন। জেলে তাঁর বিপদ হতে পারে, এমন ভাবার কোনও কারণই নেই।
বিচারক মাল্যের প্রত্যর্পণের বিষয়টি বিদেশসচিব সাজিদ জাভেদের কাছে রেফার করেছেন। তিনি আজকের রায়ের ভিত্তিতে পরবর্তী নির্দেশ দেবেন।
তবে এখনই মাল্য ভারতে ফিরছেন না। কেননা আজকের রায়ের বিরুদ্ধে পাল্টা আবেদন জানানোর জন্য ১৪ দিন সময় পাবেন তিনি। ব্রিটিশ হাইকোর্টে ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে আবেদনের অনুমতি চাওয়ার অধিকার আছে তাঁর।
গত বছরের এপ্রিলে ব্রিটেনে গ্রেফতারির পর থেকে জামিনে মুক্ত রয়েছেন মাল্য। জামিনের একই শর্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারক।
এদিন রায় ঘোষণার আগে মাল্য তাঁর বিরুদ্ধে টাকা চুরি করে পালানোর অভিযোগ খারিজ করেন, দাবি করেন, ভারতের ব্যাঙ্কগুলিকে ঋণের আসল টাকা ফেরানোর যে প্রস্তাব সম্প্রতি দিয়েছেন, তা মিথ্যা, ভুয়ো নয়। সাংবাদিকদের বলেন, কর্নাটক হাইকোর্টে রফা প্রস্তাব দিয়েছি। এর সঙ্গে প্রত্যর্পণের বিচারের কোনও সম্পর্ক নেই। মিথ্যা প্রস্তাব পেশ করে আদালতের অসম্মান কেউ করে না। ওইসব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। সেগুলি ভুয়ো হতে পারে না। মাল্যের দাবি, তাঁর সম্পত্তির অর্থমূল্য সবার দেনা মেটাতে প্রয়োজনের থেকেও বেশি। সেটাই তিনি বোঝাতে চাইছেন। অর্থ চুরি করেছি, এই ভাষ্য ভুল প্রমাণ করতে চাই।
মাল্যের প্রত্যর্পণের নির্দেশকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির ট্যুইট করেছেন, ভারতের কাছে একটা বিরাট দিন। ভারতের সঙ্গে প্রতারণা করে পার পাবে না কেউই। ব্রিটেনের আদালতের রায় স্বাগত। এক অপরাধী ইউপিএ আমলে ফায়দা তুলেছিল। এনডিএ তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাচ্ছে। ভারতের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে বেহাল কিংফিশার এয়ারলাইন্সের জন্য ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করে পালানোয় অভিযুক্ত মাল্য।
এদিকে সিবিআই মুখপাত্র অভিষেক দয়াল বলেছেন, আমরা সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি, ওঁকে দ্রুত নিয়ে এসে মামলার সমাপ্তি করা যাবে। সিবিআইয়ের নিজস্ব পরিকাঠামো আছে। এই মামলা নিয়ে জোর খেটেছি আমরা। আমাদের আইন, তথ্যপ্রমাণের ভিত জোরদার। প্রত্যর্পণ প্রক্রিয়া চালানোর সময় আমরা আত্মবিশ্বাসী ছিলাম।