ভোপাল: হয়তো কোনওদিন অজান্তে সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে আঘাত করেছিলেন। কিন্তু তাঁর কাছে ক্ষমা চাওয়া হয়নি। এখন আর সেই সুযোগ নেই। এই কারণে আফশোস করছেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী।


মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের মতিলাল নেহরু স্টেডিয়ামে বাজপেয়ীর জন্য আয়োজিত এক প্রার্থনাসভায় উমা বলেছেন, ‘অটলজির রসবোধ ছিল প্রগাঢ়। তিনি যখন মজা করে কথা বলতেন, তখন আমি রেগে যেতাম। আমার মনে হয়, তাঁকে হয়তো এমন কিছু বলেছিলাম, যাতে তিনি আহত হয়েছিলেন। এর জন্য আমি তাঁর কাছে ক্ষমা চাইতে পারিনি। এই আফশোস সবসময় থাকবে।’

বাজপেয়ীর কথা স্মরণ করে উমা আরও বলেছেন, ‘আমার যখন আট বছর বয়স ছিল, তখন প্রথমবার অটলজিকে দেখি। গ্বালিয়রে প্রয়াত বিজয়রাজে সিন্ধিয়া আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়েছিলেন অটলজি।’

বাজপেয়ীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেছেন, ‘বলিষ্ঠ রাজনীতিবিদ অটলজির অনেক গুণ ছিল। তিনি বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। অটলজিকে দেখতে পাওয়ায় এই প্রজন্মের লোকজন নিজেদের সৌভাগ্যবান মনে করতে পারে। অটলজির মতো হয়ে উঠতে পারলেই তাঁকে প্রকৃত শ্রদ্ধা জানানো যাবে।’