রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন ট্যুইট করে জানিয়েছেন, ‘বড়, ছোট সবাই একজোট হয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার তালিকায় জঙ্গি হিসেবে মাসুদ আজহারের নাম যুক্ত হয়েছে। সমর্থনের জন্য সবার কাছে কৃতজ্ঞ।’
এ বছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় জঙ্গি হামলার পরেই ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি জানায়। চিন আপত্তি না জানানোয় সেই দাবি মেনে নিল রাষ্ট্রপুঞ্জ। এর ফলে মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে, তার ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি হবে এবং সে নিজের কাছে কোনও অস্ত্র রাখতে পারবে না।