শালিমার স্টেশনে ভেঙে পড়ল নির্মীয়মান শেড, মৃত এক শ্রমিক, আহত ৪
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2019 04:08 PM (IST)
এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
NEXT
PREV
হাওড়া: হাওড়ার সাঁতরাগাছির পর এবার শালিমার স্টেশনে দুর্ঘটনা। ভেঙে পড়ল নতুন প্ল্যাটফর্মের নির্মীয়মান শেড। ছিঁড়ে পড়ল ওভারহেড তার। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন ৪ জন শ্রমিক। একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। রেলের নিরাপত্তারক্ষীরাও ঘটনাস্থলে গিয়েছেন। বিদ্যুৎবিচ্ছিন্ন করা হয়েছে শালিমার। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছে সাইকেল-বাইক। আহতদের উদ্ধারে দেরির অভিযোগে স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ। নিম্নমানের সামগ্রী দিয়ে শেড নির্মাণের অভিযোগ। রেলের কাছে ক্ষতিপূরণ দাবি শ্রমিকদের।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -