নয়াদিল্লি: লকডাউন চলাকালীন অনত্যাবশ্যক সামগ্রী হোম ডেলিভারি করতে পারবে না অনলাইন ই-কমার্স সাইটগুলি। রবিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


ফলত, ৩ মে পর্যন্ত কেবলমাত্র অত্যাবশ্যক সামগ্রী ডেলিভারি করতে পারবে ই-কমার্স সাইটগুলি। এই মর্মে কেন্দ্র জানিয়েছে, লকডাউন চলাকালীন প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পরই অনলাইন সংস্থাগুলি ও তাদের অনুমোদিত গাড়ি কেবলমাত্র জরুরি সামগ্রী নিয়ে অপারেট করতে পারবে।



এর আগে, নিষেধাজ্ঞা শিথিল করে কেন্দ্র জানিয়েছিল, ২০ এপ্রিল থেকে অনত্যাবশ্যক সামগ্রী ডেলিভারি করতে পারবে ই-কমার্স ওয়েবসাইটগুলি। সেই অনুযায়ী, ই-কমার্স সাইটগুলি গত কয়েকদিন ধরে অত্যাবশ্যকের পাশাপাশি অনত্যাবশ্যক সামগ্রীর অর্ডারও নিতে শুরু করেছিল।


কিন্তু, এদিন আগের সিদ্ধান্ত খারিজ করে নতুন নির্দেশিকা জারি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। সেখানে তিনি যাবতীয় অনত্যাবশ্যক সামগ্রীকে বিক্রয়যোগ্য তালিকা থেকে বাদ দেন তিনি।