মুম্বই: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিতে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদিকে ইংল্যান্ড থেকে ভারতে প্রত্যর্পণ করা হলে রাখা হবে মুম্বইয়ের আর্থার রোড জেলে। নীরবের জন্য এই কারাগারের ১২ নম্বর ব্যারাক তৈরি রাখা হয়েছে। মহারাষ্ট্রের কারা বিভাগের পক্ষ থেকে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে এই তথ্য দেওয়া হয়েছে।


মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থার রোড জেলের বিষয়ে তথ্য চাওয়া হয়। এরপরেই কেন্দ্রকে জানানো হয়েছে, ১২ নম্বর ব্যারাকে দু’টি ঘর রয়েছে। তার মধ্যে একটি ঘরে তিনজন বন্দিকে রাখা হয়েছে। অন্য ঘরটি এখনও পর্যন্ত ফাঁকা। সেই ঘরটি লম্বায় ২০ ফুট এবং চওড়ায় ১৫ ফুট। ঘরটিতে তিনটি পাখা, ৬টি টিউব লাইট এবং দু’টি জানলা আছে। ঘরটিতে নীরবের সঙ্গে বিজয় মাল্যকেও রাখা যেতে পারে। ইউরোপের জেলগুলির মতোই সুযোগ-সুবিধা পাবেন নীরব। তাঁর সঙ্গে ওই ঘরে অন্য দু’জনের বেশি বন্দিকে রাখা হবে না।