নয়াদিল্লি: এবার করোনাভাইরাস পজিটিভ হলেন স্মৃতি ইরানি। বিজেপি নেত্রী নিজেই ট্যুইট করে জানিয়েছেন এ কথা। অমেঠির সাংসদ ট্যুইটে গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে যত শীঘ্র সম্ভব কোভিড টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। নিজের ট্যুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, কোনও ঘোষণা করার বেলায় শব্দ খুঁজতে হচ্ছে, আমার ক্ষেত্রে এমনটা বিরল। তাই সহজে কথাটা স্পষ্ট করে জানাচ্ছি, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদেরও বলছি, যত দ্রুত পারেন, পরীক্ষা করিয়ে নিন।


এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য করোনাভাইরাস সংক্রমিত হলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবহণমন্ত্রী নিতিন গডকরী, পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সহ কেন্দ্রের শাসক শিবিরের বেশ কয়েকজন ইতিমধ্যেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও অধিকাংশই সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে আজ ভারতে করোনাভাইরাস সংক্রমণের কেস ৮০ লক্ষের কাছে চলে গিয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৩৮৯৩টি নতুন সংক্রমণের খবর নথিভুক্ত হয়েছে। মারা গিয়েছেন ৫০৮ জন। গোটা বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে আমেরিকায়। ৮৭ লক্ষের বেশি। ভারত ক্রমশঃ আমেরিকাকে ধরে ফেলার দিকে এগিয়ে চলেছে।