এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য করোনাভাইরাস সংক্রমিত হলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবহণমন্ত্রী নিতিন গডকরী, পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সহ কেন্দ্রের শাসক শিবিরের বেশ কয়েকজন ইতিমধ্যেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও অধিকাংশই সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে আজ ভারতে করোনাভাইরাস সংক্রমণের কেস ৮০ লক্ষের কাছে চলে গিয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৩৮৯৩টি নতুন সংক্রমণের খবর নথিভুক্ত হয়েছে। মারা গিয়েছেন ৫০৮ জন। গোটা বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে আমেরিকায়। ৮৭ লক্ষের বেশি। ভারত ক্রমশঃ আমেরিকাকে ধরে ফেলার দিকে এগিয়ে চলেছে।