নেপালেও রয়েছে ভাইফোঁটার প্রচলন, মহারাষ্ট্র, গোয়ায় ভ্রাতৃদ্বিতীয়ার নাম 'ভাই বিজ'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2020 08:33 AM (IST)
'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা..'। চিরাচরিত এই লাইনগুলো বলেই শুরু হয় বিশেষ এই দিনটা। সকাল থেকে উপোস, তারপর মঙ্গলকামনায় ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা এঁকে দেয় বোনেরা। অকারণ ঝগড়া, খুনসুটি আজ তালাবন্দি। কারণ, আজ ভ্রাতৃদ্বিতীয়া।
কলকাতা: 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা..'। চিরাচরিত এই লাইনগুলো বলেই শুরু হয় বিশেষ এই দিনটা। সকাল থেকে উপোস, তারপর মঙ্গলকামনায় ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা এঁকে দেয় বোনেরা। অকারণ ঝগড়া, খুনসুটি আজ তালাবন্দি। কারণ, আজ ভ্রাতৃদ্বিতীয়া। পশ্চিম ভারতে এই উৎসব 'ভাইদুজ' নামেও পরিচিত। সেখানে ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষ দিন। আবার মহারাষ্ট্র, গোয়া ও কর্নাটকে ভাইফোঁটাকে বলে 'ভাই বিজ'। নেপালে ও পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত 'ভাই টিকা' নামে। সেখানে বিজয়া দশমীর পর এটিই সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের আরও একটি নাম হল 'যমদ্বিতীয়া'। করোনা পরিস্থিতিতে এবার ফিকে উৎসবের জৌলুস। বাঙালির উৎসবের মরসুমের লম্বা তালিকার আজ শেষদিন। কেবল মঙ্গলকামনা নয়, তারপর রয়েছে পেটপুজোও। বর্তমানে অনেক ভাই-বোনই কাজের সুবাদে ভিন রাজ্যে থাকে। কেউ কেউ আবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রয়েছে। সেক্ষেত্রে অনেকেই বেছে নেন সোশ্যাল মিডিয়াকে। যদিও তাতে গুরুত্ব কমেনি ভাইফোঁটার। কেবল কি সাধারণ মানুষ? প্রতিবছর উৎসবের এই শেষ আমেজটুকু উপভোগ করেন রাজনীতিবিদ থেকে শুরু করে রুপোলি পর্দার তারকারা।