কলকাতা: জারি হয়ে গেল দেশজুড়ে আনলক-৩ এর নির্দেশিকা। আগামী ৩১ অগাষ্ট পর্যন্ত আনলক-৩ চালু থাকবে। তবে ১লা অগাষ্ট থেকে দেশজুড়ে নাইট কার্ফু তুলে নেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে। তবে কনটেনমেন্ট জোনে জারি থাকবে সমস্ত নিষেধাজ্ঞা। জরুরি পরিষেবা ছাড়া আর কোনও ছাড় থাকবে না।


কোথায় নিষেধাজ্ঞা:

  • মেট্রো রেল পরিষেবা বন্ধই থাকছে।

  • সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, পানশালা, অডিটোরিয়াম এবং জনসমাগম হয় এরকম সমস্ত স্থান।

  • সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান ও জনসমাগম হতে পারে সেরকম প্রত্যেক ক্ষেত্র।

  • জরুরি কাজ ও চিকিৎসার প্রয়োজন ছাড়া ৬৫ বছরের বেশি এবং ১০ বছরের কম বয়সীরা বাইরে বেরতে পারবেন না। পাশাপাশি কো-মর্বিডিটি রয়েছে বা অন্তঃসত্ত্বা মহিলাদেরও বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।


 

কোন কোন ক্ষেত্রে ছাড়:

  • রাতে গতিবিধিতে ছাড়।

  • ৫ অগাস্ট থেকে যোগাসন কেন্দ্র ও জিম খোলা যাবে। তবে তার আগে একটা স্বাস্থ্যসুরক্ষা সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে।

  • সামাজিক দূরত্ববিধি মেনে পালন করা যাবে স্বাধীনতা দিবস।

  • বন্দে ভারত প্রকল্পের অধীনে বিধি মেনে আন্তর্জাতিক উড়ানে ছাড়।


 

কনটেনমেন্ট জোনে লকডাউন নির্দেশিকা:

  • ৩১ অগাস্ট পর্যন্ত সম্পূর্ণ লকডাউন।

  • শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়।

  • এই সমস্ত অঞ্চলে সমস্ত কাজকর্ম কড়াভাবে পর্যবেক্ষণ করা হবে।