উন্নাও: সীতাপুর জেলে সেঙ্গারকে দীর্ঘক্ষণ জেরা সিবিআই-এর, নির্যাতিতার নিউমোনিয়া, অবস্থা আশঙ্কাজনক
Web Desk, ABP Ananda | 03 Aug 2019 08:57 PM (IST)
সুপ্রিম কোর্টের নির্দেশে নির্যাতিতার কাকাকে রায়বরেলি জেল থেকে তিহাড় জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
লখনউ: আজ সীতাপুর জেলে গিয়ে উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনার বিষয়ে ধর্ষণে অভিযুক্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারকে দীর্ঘক্ষণ জেরা করলেন সিবিআই-এর তিন আধিকারিক। সিবিআই-এর অপর একটি দল এদিনই নির্যাতিতার গ্রামে যায়। সেই সময় অবশ্য তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে নির্যাতিতার কাকাকে রায়বরেলি জেল থেকে তিহাড় জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নির্যাতিতার নিউমোনিয়া হয়েছে। তাঁকে এখনও ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। নির্যাতিতার আইনজীবীও এখনও বিপন্মুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও তাঁকে আর ভেন্টিলেটরে রাখা হচ্ছে না। সিবিআই-এর একাধিক দল উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। আজই রায়বরেলিতে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন তদন্তকারীরা। যে ট্রাকটি নির্যাতিতার গাড়িতে ধাক্কা মেরেছিল, সেই ট্রাকটির চালক ও তাঁর সহকারীকে জেরা করা হয়। সেঙ্গারের আগ্নেয়াস্ত্রর লাইসেন্স বাতিল করা হয়েছে। এরই মধ্যে অবশ্য বিজেপি-র অস্বস্তি বাড়িয়েছেন দলীয় বিধায়ক আশিস সিংহ আশু। তিনি গতকাল উন্নাওয়ে পঞ্চায়েতের বৈঠকে বলেন, ‘আমাদের ভাই কুলদীপ সিংহ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই কারণে তিনি এখন আমাদের মধ্যে থাকতে পারছেন না। আমরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তিনি খারাপ সময় কাটিয়ে উঠবেন এবং আপনাদের নেতৃত্ব দেবেন।’ আশিসের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি মুখপাত্র বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠি বলেছেন, ‘বিজেপি-র পক্ষ থেকে যা ব্যবস্থা নেওয়ার ছিল সেটা নেওয়া হয়েছে। সেঙ্গারকে বহিষ্কার করা হয়েছে। দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি আইনের চোখে নির্দোষ। আশিস হয়তো সে কথাই বলতে চেয়েছেন।’