নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে আগে গেরুয়া শিবিরে যোগ সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিংহ যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রীর। আজ বিজেপি-তে যোগ দিলেন অপর্ণা যাদব। দিল্লিতে বিজেপি-র সদর দফতরে গিয়ে যোগদান অপর্ণার। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহের উপস্থিতিতে দলে যোগ দেন অপর্ণা। 







বিজেপি-তে যোগ দেওয়া প্রসঙ্গে অপর্ণা বলেছন, ‘আমার কাছে দেশই সবার আগে। আমার বিজেপি-তে যোগ দেওয়ার তাৎপর্য হল, আমি দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের কদর করি। কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পের কথা ঘোষণা করেছে, তাতে আমি মুগ্ধ। বিজেপি-তে যোগ দিয়ে আমি দেশের জন্য কাজ করতে চাই।’


মুলায়মের বড় ছেলে, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এখন সমাজবাদী পার্টির প্রধান হলেও, মুলায়মের ছোট ছেলেকে কোনওদিনই সেভাবে প্রচারের আলোয় দেখা যায়নি। তবে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে লড়াই করেন অপর্ণা। সেবার তিনি অবশ্য বিজেপি প্রার্থী রীতা বহুগুণা জোশীর কাছে হেরে যান। 


২০১০ সালে অপর্ণা ও প্রতীকের বাগদান হয়। ২০১১ সালের ডিসেম্বরে মুলায়মের গ্রাম সাইফাইয়ে তাঁদের বিয়ে হয়। তাঁদের একটি মেয়ে আছে। তার নাম প্রথম। 


অপর্ণা ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি বিষয়ে ডিগ্রি লাভ করেছেন।  


আজ অপর্ণার পাশে বসে অখিলেশকে আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি অপর্ণা যাদবকে দলে স্বাগত জানাচ্ছি। তাঁর বিজেপি-তে যোগ দেওয়া নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। শেষপর্যন্ত তিনি আমাদের দলে যোগ দিলেন। অখিলেশ যাদব যেমন রাজনীতিতে ব্যর্থ, তেমনই পরিবারেও অসফল।’