উত্তরপ্রদেশ পুলিশকে অবৈধ বাংলাদেশী, ‘অন্যান্য বিদেশিদের’ চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশ ডিজি-র
Web Desk, ABP Ananda | 01 Oct 2019 04:49 PM (IST)
গত মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অসমের নাগরিকপঞ্জীর প্রশংসা করে বলেন, প্রয়োজন হলে তাঁর রাজ্যেও এই পদক্ষেপ নেবেন।
লখনউ: উত্তরপ্রদেশের সব জেলা পুলিশকে অবৈধ বাংলাদেশী এবং ‘অন্যান্য বিদেশিদের’ চিহ্নিত করে ফেরত পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন ডিজি ও পি সিংহ। তিনি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার জন্য এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিষয়টি দেখবেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, প্রতিটি জেলার বাসস্ট্যান্ড-রেল স্টেশন এবং ঝুপড়িগুলিতে চিরুনি তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে সন্দেহজনক বলে মনে হলেই তাঁর সব নথি পরীক্ষা করতে হবে। কোনও সরকারি কর্মচারী বিদেশি ও অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরি করতে সাহায্য করেছেন কি না, সেটাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে সব শ্রমিকের পরিচয়পত্র সংগ্রহ করে রাখতে বলা হয়েছে। গত মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অসমের নাগরিকপঞ্জীর প্রশংসা করে বলেন, প্রয়োজন হলে তাঁর রাজ্যেও এই পদক্ষেপ নেবেন। জাতীয় নিরাপত্তার পক্ষে এটি গুরুত্বপূর্ণ। এরপরেই পুলিশকে বাংলাদেশী ও অন্যান্য অবৈধ বিদেশিদের চিহ্নিত করার নির্দেশকে অনেকেই নাগরিকপঞ্জীর প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন।