বদাঁয়ু: এক কৃষককে ভুল শংসাপত্র দিয়েছিলেন উত্তরপ্রদেশের বদাঁয়ু জেলার রাজস্ব বিভাগের আধিকারিক শিব সিংহ। তার ফলে ওই কৃষক কিষাণ সম্মান নিধি পেনশনের টাকা পাননি। ওই কৃষক বারবার বললেও, ভুল সংশোধন করেননি সংশ্লিষ্ট আধিকারিক। উল্টে তিনি ওই কৃষক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে আপত্তিকর মন্তব্য করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই সাসপেন্ড করা হয়েছে শিবকে।
বদাঁয়ুর জেলাশাসক দীনেশ কুমার সিংহ জানিয়েছেন, সাসপেন্ড করার পাশাপাশি শিবের বিরুদ্ধে এফআইআর-ও করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি ওই কৃষককে ভুল শংসাপত্র দিয়েছিলেন। ওই কৃষক যখন সেই ভুলের ফলে সমস্যায় পড়ার কথা জানান, তারপরেও নতুন করে শংসাপত্র দেননি শিব। ওই কৃষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর কথা বলতেই গালিগালাজ শুরু করেন তিনি। বিষয়টি নজরে আসার পরেই শিবকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নামে আপত্তিকর মন্তব্য, সাসপেন্ড উত্তরপ্রদেশের সরকারি আধিকারিক
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2019 06:06 PM (IST)
এক কৃষককে ভুল শংসাপত্র দিয়েছিলেন রাজস্ব বিভাগের আধিকারিক।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -