কানপুর: বিলাসবহুল গাড়িতে জিপের ধাক্কা লাগায় উত্তরপ্রদেশের মন্ত্রী সতীশ মাহানার পা ধরে ক্ষমা চাইলেন এক পুলিশকর্মী। যে জিপটি মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে, সেটি আবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কনভয়ের সঙ্গে ছিল। তা সত্ত্বেও ওই পুলিশকর্মীকে ধমকাতে থাকেন মন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, পুলিশের জিপ মন্ত্রীর গাড়িতে ধাক্কা দেওয়ার পরেই নেমে গিয়ে মন্ত্রীর পায়ে ধরেন ওই পুলিশকর্মী। কিন্তু তাতেও শান্ত না হয়ে সংশ্লিষ্ট পুলিশকর্মীকে পরে তাঁর সঙ্গে দেখা করতে বলেন সতীশ।



এই ঘটনার বিষয়ে ওই পুলিশকর্মী বলেছেন, ‘রাস্তায় বেশি জায়গা ছিল না। আমি মন্ত্রীর গাড়িকে জায়গা দেওয়ার চেষ্টা করছিলাম। সেটা করতে গিয়েই গাড়িতে জিপের ধাক্কা লাগে।’