নয়াদিল্লি: গত চার বছরে দেশে বছরে এক কোটি টাকার বেশি আয়সম্পন্ন করদাতার সংখ্যা ১.৪০ লক্ষ বাড়ল। শতাংশের হিসেবে এই বৃদ্ধি ৬০ শতাংশ। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (সিবিডিটি) সূত্রে এ কথা জানা গিয়েছে।
চার বছরের আয়কর ও প্রত্যক্ষ কর সংক্রান্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশ করে আয়কর বিভাগের নীতি প্রণয়ণ সংস্থা সিবিডিটি জানিয়েছে, বছরে ১ কোটি টাকার বেশি আয়ের ব্যক্তিগত করদাতার সংখ্যা ৬৮ শতাংশ বেড়েছে। ১ কোটি টাকার বেশি আয়ের সার্বিক করদাতা (কর্পোরেট, ফার্মস, হিন্দু অবিভক্ত পরিবার সহ অন্যান্য)-র সংখ্যা একধাক্কায় অনেকটাই বেড়েছে।
২০১৪-১৫ তে এক কোটি টাকার বেশি আয়ের কথা জানিয়ে করদাতার সংখ্যা ছিল ৮৮,৬৪৯। ২০১৭-১৮ তে এই সংখ্যা বেড়ে হয়েছে ১,৪০,১৩৯। শতাংশের বিচারে এক্ষেত্রে বৃদ্ধি প্রায় ৬০ শতাংশ।
একইভাবে এক কোটি টাকার বেশি আয়ের ব্যক্তিগত করদাতার সংখ্যা ওই পর্বে ৪৮,৪১৬ থেকে বেড়ে হয়েছে ৮১,৩৪৪। অর্থাত্, এক্ষেত্রে বৃদ্ধির হার ৬৮ শতাংশ।
সিবিডিটি বলেছে, গত চার বছরে একাধিক আইন, প্রচার এবং আয়কর দফতরের আইন প্রয়োগের উদ্যোগের পরিপ্রেক্ষিতে এক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি হয়েছে।
গত চার বছরে দেশে কোটিপতি করদাতার সংখ্যা বেড়েছে ৬০ শতাংশ: সিবিডিটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Oct 2018 04:36 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -