এবার সফল হয়েছেন মোট ৮২৯ জন। তাঁদের মধ্যে এক নম্বরে আছে হরিয়ানার সোনেপত জেলার প্রদীপ সিংহের নাম। ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসের আন্ডাররিটেনিং অফিসার প্রদীপ জানিয়েছেন, তিনি দেশের শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন যতীন কিশোর। তৃতীয় হয়েছেন প্রতিভা বর্মা। এরপর যথাক্রমে আছে হিমাংশু জৈন, জয়দেব সি এস, বিশাখা যাদব, গণেশ কুমার ভাস্কর, অভিষেক শরাফ, রবি জৈন ও সঞ্জিতা মহাপাত্রর নাম। ১৩ নম্বরে কলকাতার রৌনক অগ্রবাল। ২০ নম্বরে যাদবপুরের নেহা বন্দ্যোপাধ্যায়। ইউপিএসসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ফল প্রকাশিত হওয়ার পর ১৫ দিনের মধ্যে ওয়েবসাইটে পরীক্ষার্থীদের নম্বর জানা যাবে।