অম্বালা: বাড়িতে অশান্তির জেরে দুই শিশুসন্তানকে আগুনে ফেলে নিজে তার মধ্যে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হরিয়ানার অম্বালায়। প্রতিবেশীরা গুরুতর জখম অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে যান। শিশুদু’টি বিপদমুক্ত বলে জানা গিয়েছে। তবে তাদের বাবার অবস্থা আশঙ্কাজনক।
অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বলবীর সিংহ জানিয়েছেন, গতকাল দীপক কুমার নামে ওই ব্যক্তির বাড়িতে ঝগড়া হয়। এরপরেই তিনি ৬ বছরের ছেলে ও ৪ বছরের মেয়েকে নিয়ে ছাদে উঠে যান। সেখান থেকে নীচে আগুনের মধ্যে সন্তানদের ফেলে দেন তিনি। এরপর নিজেও আগুনে ঝাঁপ দেন দীপক। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বাড়িতে অশান্তির জের, হরিয়ানায় দুই শিশুসন্তানকে আগুনে ছুঁড়ে ফেলে ঝাঁপ এক ব্যক্তির
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2018 09:17 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -