রঘুমার রাজনের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে দ্বিতীয়বার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর করা হয়নি। তাঁর বদলে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের ২৪-তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন উর্জিত। কিন্তু তিনি পূর্ণ সময় এই পদে থাকলেন না। ১৯৯২ সালের পর এই প্রথম কোনও ব্যক্তি সবচেয়ে কম সময়ের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদে থাকলেন। বিদায়ী বিবৃতিতে সরকারের সঙ্গে সংঘাতের ইঙ্গিত দিয়েছেন উর্জিত। তাঁর বক্তব্যে সহকর্মীদের কথা থাকলেও, কেন্দ্রীয় সরকার বা অর্থমন্ত্রকের উল্লেখই নেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে উর্জিতের কাজের প্রশংসা করেছেন। ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ড. উর্জিত পটেল একজন বড়মাপের অর্থনীতিবিদ। ম্য়াক্রো অর্থনীতির বিষয়ে তাঁর গভীর জ্ঞান রয়েছে। তিনি ব্যাঙ্কিং ব্যবস্থাকে অচলাবস্থা থেকে শৃঙ্খলায় বেঁধেছিলেন। তাঁর নেতৃত্বে রিজার্ভ ব্যাঙ্ক আর্থিক স্থিতাবস্থা আনে। তিনি ডেপুটি গভর্নর ও গভর্নর হিসেবে ৬ বছর রিজার্ভ ব্যাঙ্কে ছিলেন। আমরা তাঁর অভাব অনুভব করব।’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে উর্জিতের কাজের প্রশংসা করেছেন। তিনি ট্যুইট করে বলেছেন, ‘রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ও গভর্নর হিসেবে দেশের প্রতি ড. উর্জিত পটেলের কাজের স্বীকৃতি দিচ্ছে সরকার। তাঁর সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি এবং জ্ঞান লাভ করেছি। তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’