ওয়াশিংটন: এ মাসের ২৪ তারিখ দু’দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত সফরে আসছেন ট্রাম্প। তাঁর সঙ্গে আসছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাঁরা নয়াদিল্লি ও আমদাবাদে যাবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিসহ্যাম।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দু’বার ভারত সফরে এসেছিলেন। তবে ট্রাম্প এতদিন এদেশে আসেননি। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই তাঁর ভারত সফরের দিন ঠিক হয়। স্টেফানি জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরের মাধ্যমে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত বোঝাপড়া বাড়বে।’

ট্রাম্পের ভারত সফর নিয়ে আশাবাদী অনাবাসী ভারতীয়রা। তাঁদের মতে, ট্রাম্পের এই সফরের মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত সমস্যার সমাধান হবে। ট্রাম্পের আগে যে তিনজন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, তাঁরা প্রত্যেকেই ভারত সফরে এসেছিলেন। ভারত যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ, সেই বার্তা দেওয়ার জন্যই ট্রাম্পের এই সফর জরুরি ছিল।