নয়াদিল্লি: ভারতের পাশে আছে আমেরিকা। গত জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর উল্লেখ করে এই বার্তা দিলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পিও। 2+2 ভারত-মার্কিন মন্ত্রী স্তরের আলোচনার পর দেওয়া যৌথ বিবৃতিতে পম্পিও বলেন, গালওয়ান উপত্যকায় নিহত ২০ জন সহ বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের জন্য জীবন বলিদান দেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী পুরুষ, মহিলা জওয়ানদের সম্মান জানাতে আমরা জাতীয় যুদ্ধস্মারক পরিদর্শন করেছি। ভারত তার সার্বভৌমত্ব, স্বাধীনতার সামনে বিপদের সঙ্গে লড়ছে। সেসময় ভারতের পাশে থাকছি আমরা।
পূর্ব লাদাখ সীমান্ত ইস্যুতে চলতি ভারত-চিন বিরোধ, সংঘাতের মধ্য়েই পম্পিওর এই স্পষ্ট অবস্থানে ভারতের হাত শক্ত হল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পম্পিওর সঙ্গে ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
চিন প্রসঙ্গেও পম্পিও পরিষ্কার বলেন, শুধুমাত্র চিনা কমিউনিস্ট পার্টির খাড়া করা বিপদই নয়, ভারত ও আমেরিকা সব ধরনের বিপদ, হামলার বিরুদ্ধেই সহযোগিতা জোরদার করতে ব্যবস্থা নিচ্ছে। গত বছর সাইবার ইস্যুতে আমাদের সহযোগিতা সম্প্রসারিত করেছি আমরা। ভারত মহাসাগরে আমাদের দুদেশের নৌবাহিনী যৌথ মহড়াও করেছে।
পাশাপাশি চিনের শাসক কমিউনিস্ট পার্টি আইন, স্বচ্ছতার নীতি মানছে না বলেও তাদের তীব্র সমালোচনা করেন পম্পিও। তিনি বলেন, আমাদের নেতারা, জনগণের কাছেও এটা ক্রমশঃ পরিষ্কার হয়ে উঠছে যে, চিনা কমিউনিস্ট পার্টি গণতন্ত্র, আইনের শাসন, স্বচ্ছতার সহায়ক, বন্ধু নয়। আমার এটা বলতে পেরে ভাল লাগছে যে, শুধু চিনা কমিউনিস্ট পার্টির তৈরি করা বিপদ-বাধাই নয়, সব ধরনের যাবতীয় হুমকি, হুঁশিয়ারির বিরুদ্ধেই সহযোগিতা বাড়াতে সব পদক্ষেপ করছে ভারত, আমেরিকা।
আমেরিকা ভারতকে বহুমাত্রিক শরিক বলে দেখে, নিরাপত্তা পরিষদে তার স্থায়ী পদের দাবিকে সমর্থন করে চলেছে বলেও জানান পম্পিও।
গালওয়ানে ভারতীয় জওয়ানদের হত্যার উল্লেখ, ভারতের পাশেই আমেরিকা, জানিয়ে দিলেন পম্পিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Oct 2020 08:18 PM (IST)
পূর্ব লাদাখ সীমান্ত ইস্যুতে চলতি ভারত-চিন বিরোধ, সংঘাতের মধ্য়েই পম্পিওর এই স্পষ্ট অবস্থানে ভারতের হাত শক্ত হল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পম্পিওর সঙ্গে ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -