উত্তরাখণ্ডের মিরথিতে আইটিবিপি-র ক্যাম্পেও শাখামৃগবাহিনীর লম্ফঝম্প বিলকুল চলে। তাদের এই দৌরাত্ম্যে নাকাল সেখানকার কর্মীরা। সে জন্যই সম্ভবত বাঁদর বাহিনী তাড়াতে ভিন্ন কৌশল নিলেন আইটিবিপি-র দুই কর্মী। সংবাদসংস্থা এএনআই এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে। আইটিবিপি-র ওই দুই কর্মী ভালুক সেজে তাড়া করলেন বাঁদরদের। তাঁদের ভালুকের বেশে আসতে দেখে নিকটবর্তী জঙ্গলে পড়িমড়ি পিঠটান দিল বাঁদর বাহিনী।
এই ভিডিও অনলাইনে শেয়ার হওয়ার পর কয়েক হাজার বার তা দেখা হয়েছে। লাইকও পড়ছে দেদার। অভিনব এই কৌশল দেখে হাসি চাপতে পারছেন না নেটিজেনদের অনেকেই।
গত মাসেই গুজরাতে বিমানবন্দরের এক আধিকারিককে সর্দার বল্লভভাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভালুকের পোশাক পরে বাঁদর বাহিনীতে তাড়াতে দেখা গিয়েছিল।
মনুষ্য বসতির সম্প্রসারণের ফলে বন্যপ্রাণীদের স্বাভাবিক বাসভূমি ধ্বংস হচ্ছে। ফলে বিভিন্ন শহর, জনপদে বাঁদর বাহিনীর দাপট দেখা যায় ।