বারাণসী: ভারতীয় বায়ুসেনার আধুনিকতম যুদ্ধবিমানের প্রথম মহিলা পাইলটের শিরোপা পেতে চলেছেন ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিংহ।


বারাণসীর মেয়ে শিবাঙ্গী ২০১৭ সালে বায়ুসেনায় কমিশনড হন। তিনি হলেন ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলটের দ্বিতীয় ব্যাচের সদস্য।


বর্তমানে তাঁর রাফাল প্রশিক্ষণ চলছে। একবার তা শেষ হলে তিনি অম্বালায় বায়ুসেনার ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনে যোগ দেবেন। রাফালকে অন্তর্ভুক্ত করার জন্য এই স্কোয়াড্রনকে পুনরায় জীবিত করা হয়েছে।


প্রসঙ্গত, রাফাল ও সুখোই বিমানের কথাএতদিন মিগ-২১ বাইসন যুদ্ধবিমান চালাতেন শিবাঙ্গী মাথায় রেখেই ভারতীয় বায়ুসেনায় মহিলা ফাইটার পাইলটকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।


এতদিন মিগ-২১ বাইসন যুদ্ধবিমান চালাতেন শিবাঙ্গী। পোস্টেড ছিলেন রাজস্থান সীমান্তে। সেখানে তিনি অভিনন্দন বর্তমানের সঙ্গে মিগ-২১ বাইসন যুদ্ধবিমান চালিয়েছেন। রাজস্থান থেকে শিবাঙ্গীকে অম্বালায় নিয়ে আসা হয়। চলছে প্রশিক্ষণ।


ছোটবেলা থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন শিবাঙ্গী। বারাণসীতে স্কুল শেষ করে ঐতিহ্যবাহী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়তে ভর্তি হন তিনি। সেখানে তিনি ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি) -র ৭ নম্বর ইউপি এয়ার স্কোয়াড্রনের অংশ ছিলেন। এরপর ২০১৬ সালে তিনি ভারতীয় বায়ুসেনা অ্যাকাডেমিতে যোগ দেন।


এই মুহূর্তে দেশের সবচেয়ে পুরনো যুদ্ধবিমান মিগ-২১ বাইসন থেকে একেবারে সর্বাধুনিক সংযোজন রাফাল ফাইটার জেটে অন্তর্ভুক্ত হওয়া -- বিষয়টি অবশ্যই বেনজির ও কৃতিত্বেরও। শিবাঙ্গীর ব্যাচমেট তথা বায়ুসেনার আরেক মহিলা ফাইটার পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট প্রতিভা বর্তমানে সুখোই-৩০ এমকেআই বিমান চালান।