কোঝিকোড়: অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের (এএসআই) প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা (উত্তর) কে কে মহম্মদ। তাঁর মতে, সুপ্রিম কোর্ট নিখুঁত রায় দিয়েছে।


আজ রায় দিতে গিয়ে এএসআই-এর দেওয়া রিপোর্টের কথা উল্লেখ করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এই রায়ের পর সংবাদসংস্থা এএনআই-কে এএসআই-এর প্রাক্তন অধিকর্তা জানিয়েছেন, ‘এএসআই-এর দেওয়া প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছে আদালত। এটাই সবচেয়ে নিখুঁত রায়। আমি কোনওদিন ভাবতে পারিনি, এরকম রায় দেওয়া হবে। আমি বলেছিলাম, অযোধ্যায় বাবরি মসজিদের আগে রাম মন্দির ছিল। একদল লোক সেখানে হানা দেয়। আজ সুপ্রিম কোর্ট সেই কথাকে স্বীকৃতি দিল। এই রায়ই আমরা চাইছিলাম।’

এএসআই-এর প্রাক্তন অধিকর্তা আরও বলেছেন, ‘মুসলিমদের কাছে মক্কা ও মদিনার গুরুত্ব যেমন, হিন্দুদের কাছে অযোধ্যার মাহাত্ম্য একইরকম। মুসলিমদের নবীর সঙ্গে অযোধ্যার কোনও সম্পর্ক নেই। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক যে সমস্ত প্রমাণ পেশ করেছিল এএসআই, তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, অযোধ্যার সংশ্লিষ্ট জমিতে আগে রাম মন্দির ছিল। আমাদের নতুন করে একটি মন্দির তৈরি করা উচিত।’