আমদাবাদ: কেন্দ্রের নিশানায় থাকা প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলক বর্মাকে ‘মাথা উঁচু করে থাকা অফিসার’ বলে সার্টিফিকেট দিলেন বিজেপিরই সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি দুর্নীতি রুখতে ‘ভাল কাজ’ করেছেন বলেও দাবি করেছেন তিনি। সিবিআইয়ে বর্মা ও স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার সংঘাতের প্রেক্ষিতে দুজনেরই ডানা ছেঁটেছে কেন্দ্র। দুজনকেই ছুটি পাঠানো হয়েছে। আস্থানার পাশাপাশি বর্মারও যাবতীয় ক্ষমতা কেড়ে নিয়ে তাঁর জায়গায় অস্থায়ী প্রধানকেও বসিয়েছে সরকার। তিনি দু্র্নীতির অভিযোগের তদন্তের ব্যাপারে সিভিসি-কে সহযোগিতা করেননি, সিভিসি-র সুপারিশেই তাঁর ও আস্থানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সওয়াল করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু সরকারকে অস্বস্তিতে ফেলে স্বামী বর্মার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ খতিয়ে দেখার আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বলেছেন, সিবিআই ডিরেক্টর অলক বর্মাকে সরানোর পদক্ষেপ পুনর্বিবেচনা করতে প্রধানমন্ত্রীকে আবেদন করছি। অলক বর্মা ঋজু চরিত্রের, কিন্তু আস্থানা দুর্নীতিগ্রস্ত।
কিন্তু আস্থানা সম্পর্কে অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ তাঁর কাছে আছে কিনা, প্রশ্ন করা হলে স্বামী বলেন, তিনি কখনও প্রমাণ ছাড়া কথা বলেন না।
প্রধানমন্ত্রীর ওপর তাঁর পূর্ণ আস্থা আছে বলে জানিয়ে স্বামীর দাবি, তাঁর চারপাশের লোকজন মোদী ও বিজেপির স্বার্থের ক্ষতি করতে চাইছে।
স্বামী বলেন, নীরব মোদী, মেহুল চোকসি পালিয়ে গেল। বিজয় মাল্যের ক্ষেত্রে লুকআউট নোটিসকে লঘু করে তাকে চলে যাওয়ার সুযোগ দেওয়া হল। বিজেপি বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এসব ঘটনা তাদের দুর্নীতি বিরোধী লড়াইকে দুর্বল করছে।
এদিন কংগ্রেসের বেশ কয়েকজন প্রথম সারির নেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়ের করা স্বামী চাঞ্চল্যকর দাবি করেন যে, বিজেপিতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ‘শুভানুধ্যায়ীদের’ তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন। যদিও কারও নাম করেননি তিনি। স্বামী জানান, আজকের পরিস্থিতিতে চিদম্বরমের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চালানো এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) অফিসার রাজেশ্বর সিংহকে সরিয়ে দেওয়া হলে তিনি কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা থেকে নিজেকে সরিয়ে নেবেন, ধরে নেবেন যে, চিদম্বরমকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। বলেন, চিদম্বরমের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা সব মামলা, সনিয়া ও রাহুল গাঁধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি ও শশী তারুরের বিরুদ্ধে তাঁর স্ত্রীর খুনের মামলা থেকে সরে যাব। আমি যখন দল ও রাষ্ট্রের স্বার্থে এইসব মামলায় লড়ছি, দলের ভিতরেই অন্যরা পিছন থেকে ছুরি মারছে। আমি কী করতে পারি তাহলে!
বর্মা ‘মাথা উঁচু করে থাকা অফিসার’, দুর্নীতি রুখতে ‘ভাল কাজ’ করেছেন, আস্থানা ‘দুর্নীতিগ্রস্ত’, বললেন বিজেপি সাংসদ স্বামী, অপসারণ খতিয়ে দেখতে মোদীকে আবেদন
Web Desk, ABP Ananda
Updated at:
25 Oct 2018 08:36 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -