নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে বিগত কয়েক মাসই মাঠে দেখা যায়নি। গত বছর বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ের পর তিনি এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি। আগামী আইপিএলে ময়দানে তাঁর প্রত্যাবর্তন ঘটতে চলেছে। মাঠে গ্লাভস ও ব্যাট হাতে তাঁর দাপটের কথা ক্রিকেট অনুরাগীদের অজানা নয়। মাঠের বাইরেও নানা কারণে নজর কাড়েন তিনি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছবি ও ভিডিও-র কারণেও আলোচনার কেন্দ্রে আসেন তিনি। ধোনির গানের প্রতি আকর্ষণের কথাও কারুর অজানা নয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে খালি গলায় গান গাইতেও দেখা গিয়েছে তাঁকে। এরইমধ্যে নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। এই ভিডিওতে বাথরুমের ভেতর ধোনির সঙ্গে গানের আসর বসাতে দেখা গিয়েছে পিযূষ চাওলা ও পার্থিব পটেলকে। তাঁদের অবশ্য গান গাইতে দেখা যায়নি। কিশোর কুমারের 'মেরে মেহবুব কয়ামত হোগি' গান গাইলেন তাঁদের এক বন্ধু।
বাথরুমেই এই গানের আসর কেন বসল, তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।