ছবি ট্যুইটারে সুশান্ত নন্দার  পোস্ট করা ভিডিও-র স্ক্রিন শট


নয়াদিল্লি: এমন দৃশ্য তো প্রকৃতপক্ষে বিরল। হিমাচল প্রদেশের স্পিতি জেলায় ক্যামেরায় ধরা পড়ল একটি তুষার চিতাবাঘের রাজকীয় হাঁটাচলা। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক সুশান্ত নন্দা ট্যুইটারে এমনই একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে বরফ-ঢাকা উপত্যকায় ঢালু পথ বেয়ে একটি তুষার চিতাবাঘকে নেমে আসতে দেখা গিয়েছে। ওই পোস্টের ক্যাপশনে সুশান্ত নন্দা তুষার চিতাবাঘের কিছু বৈশিষ্ট্যের কথাও জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই প্রজাতির চিতাবাঘের লেজ শরীরের মতোই দীর্ঘ। ব্যাঘ্র প্রজাতির মধ্যে এই চিতাবাঘের চোখের রঙ ধূসর বা সবুজ।




স্পিতি জেলায় প্রশান্তির প্রক্ষেপটে রাজকীয় আড়ম্বর। ব্যাঘ্র প্রজাতির মধ্যে তুষার চিতাবাঘ সবচেয়ে সুন্দর ও রহস্যময়। এদের চোখ হয় ধূসর বা সবুজ, অন্যান্য বাঘেদের চোখ হয় হলুদ। শরীরে মতো দীর্ঘ লেজ এবং শীতের পরিবেশে টিকে থাকার জন্য লেজের একেবারে শেষ পাঁচ ইঞ্চি অংশ লোমশ।
এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। হাজার সাতেক ভিউ হয়েছে, প্রচুর লাইকও পড়েছে। এই ভিডিও শেয়ার করার জন্য সুশান্ত নন্দাকে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন।